উত্তর আমেরিকা

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

ওয়াশিংটন, ১৮ এপিল – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় দুইজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেছেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ। বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।

সিএএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ বছর বয়সী এই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির(এফএসইউ) শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি-শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন, যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ট্রামবাওয়ার আহতদের বিষয়ে কোনো তথ্য জানাননি।

আত্মসমর্পণের নির্দেশ না মানলে পুলিশ কর্মকর্তারা আইকনারের ওপর গুলি চালান। পরবর্তীতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এটিই প্রথম গোলাগুলির ঘটনা নয়। ২০১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক পাঠাগারে গুলি করে তিনজনকে আহত করেছিলেন। পরে পুলিশ তাকে মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছিল।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ১৮ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য