সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ, ১৮ এপিল – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের শ্রী জীবন চন্দ্র শীলের ছেলে শ্রী মানিক চন্দ্র শীল (৪২)।

আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে পাবনাগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চালকসহ ওই তিন মাইক্রোবাসযাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাইক্রোবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য