জাতীয়

সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৮ এপ্রিল – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও তার স্ত্রী সাহিনা আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বিষয়টি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, প্রথম মামলায় বেনজীর আহমেদের নামে ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তার ১১টি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ২৬৬ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বেনজীর ও তার স্ত্রী সাহিনা আহমেদ।

সাহিনা আহমেদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনার কথা জানান দুদক মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, সাহিনা আহমেদ তার স্বামীর সহায়তায় পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মগোপনে আছেন এই এমপি। এর আগে গত বছরের আগস্টে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ২০ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য