নিষিদ্ধ ঘোষিত রাবি ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেফতার
কুড়িগ্রাম, ১৮ এপ্রিল – রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কালির আগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ জানায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দুর্জয়। আওয়ামী সরকারের পতনের পর দুর্জয় বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (১৬ এপ্রিল) রাতে কালির আলগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ এপ্রিল ২০২৫