রাজশাহী

পুঠিয়ায় পৌর ভবনে আগুন, পুড়ল টিসিবির পণ্য

রাজশাহী, ১৮ এপিল – রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরানো পৌর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে পৌর সদরের পুরানো পৌর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন।

তিনি বলেন, পৌরভবনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনো কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্যও ছিল না।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ১৮ এপিল ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য