ফরিদপুর

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত তিনজন

ফরিদপুর, ১৯ এপ্রিল – ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও দুপুরে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীর মেছড়দিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার মেছড়দিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মৃত হাছেন মাতুব্বরের ছেলে সোহরাফ মাতুব্বর (৪৫)। তারা দুইজনই ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার মেছড়দিয়া মোড়ে একটি ব্যাটারি চালিত ভ্যান পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শম্পা ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে বিকেল ৫টার দিকে একজন এবং দুপুরে ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও চালকের সহোযোগী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ এপ্রিল ২০২৫


Back to top button