নেত্রকোনা

নেত্রকোনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, ৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

নেত্রকোনা, ২২ এপ্রিল – নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডে অন্তত ৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলা কারাগার। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। পরে কারাগারের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। কিন্তু মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

জেলা কারাগার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এর ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীর সংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। এসময় কারাগারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

কারাগার সূত্র জানায়, সোমবার সন্ধ্যা থেকে কারাগারে অন্তত ৬৮৯ জন বন্দি রয়েছেন। এসব বন্দিরা অন্ধকারের মধ্যে ছিলেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোনা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ সাবস্টেশনে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও লোকজনের সহায়তায় কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যুতের লোকজন সাবস্টেশনটি সচল করতে কাজ করছেন। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সাবস্টেশনের ট্রান্সফর্মার বিকল হয়ে গেছে। কারা অভ্যন্তরে বিশেষ জায়গায় জেনারেটরের ব্যবস্থা ছিল। আজ ভোর ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোনা কারাগারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

পিডিবি নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে কিছুক্ষণের মধ্যে কারাগারের নিজস্ব সাবস্টেশনে আগুন ধরে যায়। পিডিবির লোকজন তা সারাতে কাজ করেছে। আজ সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৫

 


Back to top button