ক্রিকেট
সিলেটে বৃষ্টির দাপট, চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি
সিলেট, ২৩ এপ্রিল – ১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে সকাল ৯টা ৪৫ মিনিটে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু করতে পারেনি।
এর আগে গতকাল আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। এতে ১১২ রানের লিডে রয়েছে স্বাগকিতরা।
বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে বৃষ্টি হওয়ার কারণে মাঠে প্রস্তুত করতে দেরি হওয়ায় ১৫ মিনিটে পিছিয়ে সকাল ১০টায় সময় নির্ধারণ করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সকাল ১০টাতেও খেলা শুরু হয়নি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ এপ্রিল ২০২৫