আজ ঢাকার বাতাস সংবেদনশীলদের জন্য ‘অস্বাস্থ্যকর’
ঢাকা, ২৩ এপ্রিল – বিশ্বের বিভিন্ন দূষিত বাতাসের শহরের তালিকায় ১১২ স্কোর নিয়ে ১১ম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে ২৪০ স্কোর নিয়ে টানা তিনদিন বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স- একিউআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে
একিউআইয়ের তালিকা অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে- মিসরের কায়রো (২১৮), পাকিস্তানের লাহোর (১৯৮), ভিয়েতনামের হ্যানয় (১৬০) ও নেপালের কাঠমান্ডু (১৫৭)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৩ এপ্রিল ২০২৫