‘বাজারে চালের দাম কিছুটা বাড়তে পারে’
সুনামগঞ্জ, ২৪ এপ্রিল – সরকার এ বছর ধান ও চাল ক্রয়ে গত বছরের তুলনায় প্রতি কেজিতে ৪ টাকা বেশি দাম নির্ধারণ করেছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, এর ফলে বাজারে চালের দাম সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ধান ও চাল বেশি দামে কিনছে এবং ধান-চাল ক্রয় নিয়ে কোনো সিন্ডিকেট আর হতে দেবে না সরকার। গত আমন মৌসুমে কোনো সিন্ডিকেট ছিল না, বোরো মৌসুমেও তেমন কিছু হবে না। আগের সরকারের সময় কী ঘটেছে, তা আমার জানা নেই। তবে এখন কোনো সিন্ডিকেট থাকবে না।
তিনি বলেন, ধান ও চালের মূল্য নির্ধারণে সরকারি পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কিনবে। কৃষকরা কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। তাদের ন্যায্য মূল্য না দিলে তারা ধান চাষে আগ্রহ হারাতে পারেন। এই উদ্যোগে কৃষকরা লাভবান হবেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যেন ধান বিক্রি করতে পারেন সেজন্য খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করব।
সুনামগঞ্জে এবার সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬৪৫ টন। প্রতি কেজি ৩৬ টাকা হিসাবে প্রতি মণ ধানের দাম পড়বে ১ হাজার ৪৪০ টাকা, যা সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।
সূত্র: কালবেলা
আইএ/ ২৪ এপ্রিল ২০২৫