চুয়াডাঙ্গা

সীমান্তে ধরা পড়ল পেট্রোল বোমা-ককটেলের বড় চালান

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ এপ্রিল – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড থেকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চকপাড়া বিওপির টহল দল এসব বিস্ফোরক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। তবে কে বা কারা এসব বিস্ফোরক রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ২৪ এপ্রিল ২০২৫


Back to top button