দুই দিনের রিমান্ডে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর
গাইবান্ধা, ২৫ এপ্রিল – গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর রহমান তালুকদার।
তিনি বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপিকে আদালতে তোলা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৫ এপ্রিল রাতে দিনাজপুরে পুলিশের হাতে গ্রেফতার হন গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির। রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরদিন বিকেলে তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেল ৪টার দিকে জেলা শহরের সার্কুলার রোর্ডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অস্ত্র নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান।
এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। মামলায় শাহ সারোয়ার কবিরসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই মামলা করেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ এপ্রিল ২০২৫