জাতীয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা, ২৫ এপ্রিল – বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনএসইউ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর।

সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আসিফ মাহমুদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: আজকের পত্রিকা
আইএ/ ২৫ এপ্রিল ২০২৫


Back to top button