জাতীয়

গুজরাটে এক হাজারের বেশি ‘কথিত’ বাংলাদেশিকে আটক

নয়াদিল্লি, ২৬ এপ্রিল – ভারতের আহমেদাবাদ ও সুরাতে চিরুনি অভিযান চালিয়ে মহিলা ও শিশুসহ ১ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ এবং সুরাটে চিরুনি অভিযানের পরে মহিলা ও শিশু সহ ১০০০ এর বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে আহমেদাবাদে কমপক্ষে ৮৯০ জন ও সুরাতে ১৩৪ জন আটক করা হয়েছে।

আটককৃত বাংলাদেশীদের নির্বাসনের জন্য প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি।

উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংঘভি গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, তারা নিজেদের ইচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, অন্যথায় তাদের গ্রেফতার করে নির্বাসিত করা হবে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৬ এপ্রিল ২০২৫


Back to top button