বলিউড

কতটা সম্পত্তির মালিক রেখা?

মুম্বাই, ২৯ এপ্রিল – তিনি বলিউড ডিভা। তার অভিনয়, রূপে, গুণে মুগ্ধ গোটা ভারত। অমিতাভের সঙ্গে নাম জুড়ে তার প্রেম কাহিনি এখনো বলিউডে সুপারহিট। বলছিলাম ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখার কথা। সিনেমার পর্দা থেকে বহুদিন হয়েছে দূরে সরেছেন এই অভিনেত্রী। কিন্তু নানা কারণে খবরে থাকেন তিনি। এই যেমন, হঠাৎ করেই অনুরাগীদের শোরগোল, রেখার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে।

সিনেমার ক্যারিয়ারে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন রেখা। কখনো অমিতাভের সঙ্গে জুটি বেঁধে, তো কখনো একাই একশো। এক সময় বিজ্ঞাপন বলতেই রেখাই ছিলেন সবচেয়ে জনপ্রিয়।

প্রথম থেকেই রেখার শখ ছিল বিলাসবহুল গাড়ির। সেই শখ কিন্তু পূরণ করেছেন অভিনেত্রী। ৬ কোটির একটা রোলস রয়েজ রয়েছে রেখার। শুধু তাই নয়, ১ কোটি ৬৩ লাখ টাকার একটি অডি এ ৮ রয়েছে। রেখার রয়েছে, ২ কোটি টাকার মার্সেটিজ এবং ২ কোটি ৩ লাখের বিএমডব্লু।

তবে এখানেই শেষ নয়, মুম্বাইয়ের যে বাংলোতে থাকেন তার দাম ১০০ কোটি টাকা। জানা যায়, স্থাবর, অস্থাবর মিলিয়ে রেখার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা।

আইএ/ ২৯ এপ্রিল ২০২৫


Back to top button