কক্সবাজার

ভোরের বজ্রপাতে প্রাণ গেল লবণ শ্রমিকের

কক্সবাজার, ২৯ এপ্রিল – কক্সবাজার ঈদগাঁও বজ্রপাতে মো. তালেব (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত যুবক পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকার ছৈয়দের ছেলে। পেশায় তিনি একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন বলে জানান স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এসময় শ্রমিক তালেব লবণ মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত শুরু হলে লবণ মাঠে যাওয়ার পথেই বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, গোমাতলীতে লবণ মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫


Back to top button