বাংলাদেশি সেজে কলকাতায় পাক যুবক, বানাচ্ছিলেন জাল পাসপোর্ট
কলকাতা, ২৯ এপ্রিল – পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তান যোগ। খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক নামে এক যুবক। পাকিস্তানি পরিচয় লুকোতেই এই আজাদই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। আসলে আজাদ পাকিস্তানি। পাসপোর্ট মামলায় আদালতে বিস্ফোরক দাবি করল ইডি।
বিরাটি থেকে ১৪ দিন আগে গ্রেফতার করা হয়েছিল আজাদ মল্লিককে। এই তথ্য সামনে আসার পর উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। একজন পাকিস্তানি কলকাতার বুকে বসে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছিলেন এতদিন! অন্তত তেমনই তথ্য দিচ্ছে ইডি। ভারতে আজাদের নাম ছিল আজাদ মল্লিক, বাংলাদেশ ও ভারতে আজাদের নাম আজাদ হুসেন। প্রায় ১২-১৩ বছর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকেন। একাধিক ডেরা বদল করে থাকছিলেন।
বাংলা ভাষাও রপ্ত করেছেন আজাদ। বাংলাদেশ থেকে যাঁরা ঢুকতেন, তাঁদের জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিতেন। ১৪ দিন আগে আজাদকে তাঁর বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। এজলাসে বিচারকের সামনে বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
আজাদের সঙ্গে এক মহিলার সঙ্গীর তথ্যও এসেছে তদন্তকারীদের হাতে। সম্ভবত ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছিলেন আজাদ। কিন্তু পাসপোর্ট মামলায় আজাদ গ্রেফতার হয়ে যাওয়ায় ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তাঁকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজাদ ইতিমধ্যে ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করেছিলেন।
সূত্র: টিভি নাইন
আইএ/ ২৯ এপ্রিল ২০২৫