সারাদেশে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৩৩৯
ঢাকা, ২৯ এপ্রিল – সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৪০ জন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৪০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৩৩৯ জনকে।
অভিযানিক কার্যক্রমে দেশীয় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, দেশীয় অস্ত্র একটি, একনলা বন্দুক একটি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ এপ্রিল ২০২৫