জাতীয়

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক বুধবার

ঢাকা, ২৯ এপ্রিল – আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর নানা তৎপরতা শুরু হয়ে গেছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের পাশাপাশি এবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করতে যাচ্ছে গণসংহতি আন্দোলন।

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক বৈঠক শুরু হতে যাচ্ছে।

দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ভেতরে অধিকতর সমঝোতা ও ঐক্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে গণসংহতি আন্দোলন। এরই অংশ হিসেবে আগামীকাল (৩০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আলোচনায় বসবে গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি।

তবে, আলোচনার রাজনৈতিক দল দুইটির পক্ষে থেকে কারা কারা অংশ নেবেন সেই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫


Back to top button