ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ঢাকা, ২৯ এপ্রিল – ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির (১০) এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা কিন্তু সেখানেও শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয় সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনী। সেই সূত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরের কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যাওয়ায় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত মমতাজ। পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫