এশিয়া

ইন্দোনেশিয়ায় স্কুলে ধর্মীয় পোশাক নিয়ে জোরাজুরি নিষিদ্ধ

জাকার্তা, ০৫ ফেব্রুয়ারি – সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইন্দোনেশিয়ায় খ্রিস্টান মেয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে সমালোচনায় মেতেছেন নেটিজনেরা। আর এর পরিপেক্ষিতে দেশটির সরকার স্কুলে ধর্মীয় পোশাক পরা নিয়ে জোর জবরদস্তি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ভুক্তোভোগী ছাত্রীকে স্কুলে জোর করে হিজাব পরতে বাধ্য করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, খ্রিস্টান ওই মেয়েটি যে স্কুলে লেখাপড়া করত সেখানে ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক ছিল।

সূত্রমতে, ধর্মীয় পোশাক পরা নিয়ে জোর জবরদস্তি নিষিদ্ধ ঘোষণা করে গত বুধবার একটি ডিক্রি সই হয়েছে। ডিক্রিতে সরকার ইন্দোনেশিয়ার স্কুল কর্তৃপক্ষকে নিজেদের স্কুল থেকে সব ধরনের কট্টর নিয়ম তুলে নিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে। যেসব স্কুল সরকারের আদেশ মানবেনা তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী নাদিম মাকারিম বলেন, যে কেউ তার নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় পোশাক পরতে পারেন। এটা তার ব্যক্তিগত অধিকার। কোনভাবেই স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না।

সূত্র : বাাংদেশ জার্নাল
এন এ/ ০৫ ফেব্রুয়ারি


Back to top button