জাতীয়

অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

ঢাকা, ৩০ মার্চ – পাশাপাশি নয়, এখন থেকে ট্রেন যাত্রীরা বসবে এক আসন ফাঁকা রেখে। দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়ে রেল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ রেলওয়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী- অর্ধেক আসন ফাঁকা রেখেই চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।

আরও পড়ুন : দেশে টিকা গ্রহীতার সংখ্যা ৫৩ লাখ ছাড়াল

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী সংবাদমাধ্যমকে জানান, প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়াও যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে। অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে যাত্রা করতে দেওয়া হবে না বলেও জানান এ রেল কর্মকর্তা।

সূত্র : আমাদের সময়
এন এ/ ৩০ মার্চ


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য