আরব আমীরাত

আবুধাবিতে ২৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি শাহেদ

মুহাম্মদ মোরশেদ আলম

আবুধাবি, ০৬ এপ্রিল – আবুধাবির আল আইন এলাকায় ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্র’য়ে গত ৩৫ বছর ধরে অংশ নিয়ে ১ কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি শাহেদ আহমেদ (৫৫)। বাংলাদেশি মূদ্রায় এ অর্থের পরিমান দাঁড়ায় ২৩ কোটি ৫০ লাখ।

গত শনিবার র‌্যাফেল ড্র-টি অনুষ্ঠিত হয়। লটারি জেতার পর শাহেদ আহমেদ বলেন, আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমার জীবনই পাল্টে যাবে।

আরও পড়ুন : আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তার স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তার। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশোনায় খরচ করবেন।

শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তার সঙ্গে তার এক ছেলে থাকেন।

১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালু হয় এই বিগ টিকিট রাফেল ড্র। এই রাফেল ড্রর মাধ্যমে ১০টি পুরস্কার দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমণ মোহন।

এন এইচ, ০৬ এপ্রিল


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য