জাতীয়

আজ থেকে রাস্তায় চলবে গণপরিবহন

ঢাকা, ০৭ এপ্রিল – ৭ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মানুষের অফিসে যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুক্ষিন হতে হচ্ছে। এ নিয়ে বিক্ষোভ করতেও দেখা গেছে। এর মধ্যে গতকাল করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন : আধুনিক নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে

মঙ্গলবার ( ৬ এপ্রিল) বিকালে নিজের সরকারি বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।’

ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা,সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধিন সড়কগুলোতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ০৭ এপ্রিল


Back to top button