মালয়েশিয়া

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ আটক ৩৯

কুয়ালালামপুর, ২০ এপ্রিল – মালয়েশিয়ার মালেকা প্রদেশে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার প্রদেশের উপকূলীয় ও পাসার বুরং বারু বেরেন্ডামে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ জন বাংলাদেশি নাগরিকের সমন্বয়ে ৩১ জন বিদেশি, ৬ জন পাকিস্তানি পুরুষ এবং ৩ ইন্দোনেশিয়ান নারীও রয়েছে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় নির্মাণাধীন সাইটে অভিযানে ১২ বাংলাদেশিসহ ৪৯ শ্রমিক আটক

রাজ্যের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম বলেছেন, ক্লেবাংয়ে বিদেশি শ্রমিকদের স্থাপনায় একটি হোটেল-কনডোতে এবং বাতু বেরেনডাম হোলসেল মার্কেটের আশপাশে অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ কোনো কাজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

দুটি অভিযানে ১৩০ জনেরও বেশি বিদেশিদের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য মেলাকা রাজ্য ইমিগ্রেশন বিভাগের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে।

এ দিকে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অবৈধ অভিবাসীরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম জানিয়েছেন।

এন এইচ, ২০ এপ্রিল


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য