গবেষণা

এক সেকেন্ডে জানা যাবে করোনা পরীক্ষার ফল

করোনা সংক্রমণ শনাক্ত করা যাবে মাত্র এক সেকেন্ডে। এমন একটি নতুন পরীক্ষা পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে মুখের লালা কিংবা থুতু নমুনা হিসেবে ব্যবহার করা হবে। এটি হবে করোনা পরীক্ষার যে কোনো পদ্ধতির চেয়ে দ্রুততম ও ব্যয় সাশ্রয়ী। এ পদ্ধতি অন্যান্য রোগের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। এ-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি নামের সাময়িকীতে।

করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষাকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। তবে পিসিআর পরীক্ষায় সময় বেশি লাগে, খরচও বেশি। এই পরীক্ষার ফল পেতে কয়েক ঘণ্টা এমনকি অনেক ক্ষেত্রে কয়েক দিনও লেগে যায়। করোনা পরীক্ষার নতুন পদ্ধতির ক্ষেত্রে এত জটিলতা থাকবে না। নিবন্ধের লেখক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষক মিনঘান জিয়ান বলেন, ‘আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে দুটি ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে যে কোনো নমুনা পরীক্ষা করা হবে।’

তিনি আরও বলেন, করোনার নমুনা পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্নেষণের জন্য। এই সংকেত বিশ্নেষণ শেষে স্ট্ক্রিনে ফলাফল দেখা যাবে।

এন এইচ, ২২ মে


Back to top button