দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় একদিনে মৃত্যু সহস্রাধিক, নতুন শনাক্ত ৬১৮৭১

নয়াদিল্লি, ১৮ অক্টোবর- ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ হাজার ৮৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও এক হাজার ৩৩ জনের। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশটির এমন করোনা পরিস্থিতির এ পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।

সরকারি হিসাবে, ভারতে এখন পর্যন্ত মোট ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ১৪ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৬৫ লাখ ৯৭ হাজার ২০৯ জন।

বর্তমানে ৭ লাখ ৮৩ হাজার ৩১১ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল কিংবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: করোনা আবহে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে: শশী থারুর

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শনিবার ভারতে মোট ৯ লাখ ৭০ হাজার ১৭৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৯ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার ১০ দশমিক ৪৫ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার ৮৮ দশমিক ০৩ শতাংশ। মৃত্যু হার ১ দশমিক ৫২ শতাংশ।

যে হারে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে, তাতে খুব শিগগিরই বিশ্ব তালিকায় ভারত করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১।

সংক্রমণের তালিকায় প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের ৮১ লাখ ৫ হাজার ৮৮৮। অর্থাৎ ভারতের সঙ্গে দেশটির ব্যবধান ৬ লাখ ১১ হাজার ৩৩৭। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৮ অক্টোবর

Back to top button