টলিউড

চলচ্চিত্র পরিচালক সুভেন্দু দাস এবং তাহার পরিবার

শুভেন্দু দাস ভারতীয় চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত পরিচালক ও লেখক। মিঃ দাস তাঁর চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি পুরষ্কার এবং প্রশংসা পেয়েছেন।

সম্প্রতি তিনি পুরস্কৃত হন ‘দাদা সাহেব ফাল্কে ফিল্ম ফেস্টিভ্যালে’। এই মুহূর্তে তিনি বেশ কিছু চলচ্চিত্র নির্মাণের কাজের মধ্যে আছেন যেগুলো খুব শীঘ্রই মুক্তি পাবে যেমন সমাপ্তি, ব্ল্যাক, সেলসম্যান প্রভৃতি।

এত ব্যস্তময় জীবনেও কিন্তু শুভেন্দু সমতালে পারিবারিক দায়িত্বও পালন করে চলেছেন। গত ২৩/১১/২০০৮ সালে মাধুরী দাসের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে শুরু হয় সংসারের পথে চলা , স্বপ্নের জাল বোনা।

বাড়লো সংসারের সদস্যের সংখ্যা পুত্র ওম দাস ১১ বছরের এবং কন্যা শ্রী দাস ৩ বছরের। সুন্দর মিষ্টি সংসার।

শুভেন্দুর সফলতার পেছনে স্ত্রী মাধুরীর অকৃপণ সহযোগিতা এবং উৎসাহ দান অস্বীকার করা যায় না।

Website : www.dasproduction.in


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য