ত্বকের স্ট্রেচ মার্ক দূর করুন প্রাকৃতিক উপায়ে
যারা একটু মোটা গড়নের হয়ে থাকেন তারা চামড়ায় স্ট্রেচ মার্কের সমস্যায় ভুগে থাকেন। দেহের যে সকল জায়গায় মেদ বেশি তার জন্য চামড়া বেড়ে যেয়ে ফেটে যায়। এতে সৃষ্টি হয় স্ট্রেচ মার্কের। বিশেষ করে গর্ভধারণের সময় মহিলাদের পেটেও একই ধরণের স্ট্রেচ মার্ক দেখা যায় যা সন্তান জন্মের পরেও থাকে। আবার অনেক চেষ্টা করে বাড়তি ওজন কমিয়ে ফেলার পর সব চাইতে বড় যে সমস্যায় পড়া হয় তা হচ্ছে ত্বকের স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্ক দূর করতে অনেকে অনেক ধরণের ঔষধ ব্যবহার করেন যার বেশিরভাগই পার্শ্বপ্রতিক্রিয়া সমৃদ্ধ হয়। তাই আপনাদের জন্য রইল এই স্ট্রেচ মার্ক দূর করার প্রাকৃতিক উপায়।
ভিটামিন ই তেল স্ট্রেচ মার্ক দূর করতে বেশ কার্যকর। তাই কোন ঔষধ ব্যবহার না করে মার্কের ওপর দিনে ২ বার ভিটামিন ই তেল ম্যাসাজ করুন।
লেবুর রসের রয়েছে স্ট্রেচ মার্ক দূর করার অসাধারণ ক্ষমতা। একটি তাজা লেবুর রস চিপে স্ট্রেচ মার্কের ওপর লাগিয়ে রাখুন ১০ দিন। দেখবেন দ্রুত স্ট্রেচ মার্ক দূর হয়ে যাবে।
ডিমের সাদা অংশ স্ট্রেচ মার্কের ওপর ম্যাসাজ করুন ভালো করে। এতে স্ট্রেচ মার্ক দূর হয় দ্রুত।
কোকোয়া বাটার স্ট্রেচ মার্ক দূর করে চামড়া মসৃণ করে তোলে। দিনে ১ বার কোকোয়া বাটার ম্যাসাজ করুন স্ট্রেচ মার্কের ওপর।
এস সি