ভূমধ্যসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩
তিউনিস, ০৩ জুলাই – ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী জাহাজ থেকে বাংলাদেশিসহ অন্তত ৪৩ অভিবাসী নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।
শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বলছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিল। নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। এসময় নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। নৌবাহিনী ৮৪ যাত্রীকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।
প্রসঙ্গত, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া উপকূল অহরহ ব্যবহার করেছে মানবপাচারকারীরা। আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ জুলাই ২০২১