পর্তুগাল

পর্তুগালে সড়ক দুঘটনায় কোমায় থাকা সিলেটের মিজানের মৃত্যু

লিসবন, ০৫ জুলাই – পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ১৭ দিন কোমায় থাকা বাংলাদেশি নাগরিক মিজানুর রহমানের (২৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সময় সকাল ১০টার দিকে মারা যান মিজান। বাংলাদেশে তার বাড়ি সিলেটের মোগলাবাজার থানায়।

লিসবনের সান্তাামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রিকবেন্ত এ তথ্য নিশ্চিত করেন। মিজানের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত দু:খিত। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে সক্ষম হইনি। মিজান দুর্ঘটনায় আহত হয়ে ১৭ দিন কোমায় ছিলেন।

গত ১৯ জুন দুপুর ১টায় লিসবনের আলকান্তা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিড়ে দুর্ঘটনায় পড়েন মিজান। বাইসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মিজান। পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন এ তথ্য জানান।

মিজানের ভাই যুক্তরাজ্য প্রবাসী মিসকাতুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে পর্তুগালে আবার লকডাউন দেওয়ায় তিনি সেখানে যেতে পারছেন না। এ ছাড়া হাসপাতালেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিধায় ভাইয়ের লাশ গ্রহণ নিয়ে বিপাকে আছেন তিনি। পর্তুগালে এ সংশ্লিষ্টদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৫ জুলাই ২০২১


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য