ফ্যাশন

কোন মুখে কেমন ফ্রেমের চশমা

ফ্যাশনের জন্য এবং প্রয়োজনে অনেককেই চশমা ব্যবহার করতে হয়। যাদের চোখে পাওয়ারের সমস্যা রয়েছে তাদের জন্য চশমা পড়া একটি বাধ্যগত কাজই ধরা হয়। আবার অনেকেই নিজের মধ্যে স্টাইলিশ লুক আনতেও ব্যবহার করেন চশমা।

কিন্তু কোন মুখে কেমন ফ্রেমের চশমা মানায় তা যদি বুঝতে না পারেন তাহলে আপনার লুকে স্টাইলিশ ভাব একেবারেই আসবে না। বরং দেখতে বিশ্রীই লাগবে। তাই আপনার মুখের সাথে কেমন ধরণের ফেম মানাবে তা বুঝে নেয়া জরুরী। চলুন তবে দেখে নেয়া যাক কোন আকারের মুখে কেমন ফ্রেমের চশমা মানানসই হবে।

চারকোণা মুখের জন্য

আরও পড়ুন ::

চারকোণা আকৃতির মুখে সব চাইতে বেশি মানায় গোল, ক্যাট আই ও কার্ভড ধরণের ফ্রেমের চশমা। কারণ এই আকারের চশমাগুলো চয়ালের চারকোণা ভাবটা দূর করে মুখের ভারসাম্য বজায় রাখে। চারকোণা মুখে ওপরে সমান ফ্রেম, পুরু ফ্রেম ও চারকোণা আকারের ফ্রেম একেবারেই মানানসই নয়।

গোলাকৃতি মুখের জন্য

গোল মুখের জন্য এমন ধরণের ফ্রেমের চশমা ব্যবহার করা উচিৎ যা মুখটিকে আরও বেশি গোল না দেখায়। এর জন্য গোল ফ্রেমের চশমা ও ছোট ফ্রেমের চশমা থেকে দূরে থাকুন। আয়তাকার বা চারকোণা ফ্রেমের চশমা এবং পুরু ফ্রেমের চশমা গোল মুখের সাথে বেশ ভালো মানিয়ে যায়।

ডিম্বাকৃতি মুখের জন্য

ডিম্বাকৃতি মুখের সবচাইতে ভালো সুবিধা হচ্ছে যে কোনো আকারের ফ্রেম মানিয়ে যায়। গোল, চারকোণা যে কোন ফ্রেমের চশমা ব্যবহার করতে পারেন এই আকারের মুখের অধিকারী মানুষেরা। বেশ ভালো দেখাবে। তবে খুব ছোট ও অনেক বড় আকারের ফ্রেম এড়িয়ে যাওয়াই ভালো।
হার্ট আকৃতির মুখের জন্য

হার্ট আকৃতির মুখের সমস্যা হলো কপাল একটু বড় থাকে মুখের নিচের অংশের তুলনায়। তাই হার্ট আকৃতির মানুষের জন্য এমন ফ্রেমের চশমা দরকার যা কপাল থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারে। এর জন্য চারকোণা, আয়তাকার ও ক্যাট আই ফ্রেম একদম মানিয়ে যায়।ওপরে নিচে সমান আকারের ফ্রেম ব্যবহার করবেন।

লম্বাটে মুখের জন্য

লম্বাটে মুখের জন্য এমন ফ্রেমের প্রয়োজন যা মুখের লম্বাটে ভাব দূর করে। তাই একটু বড় আকারের চশমার ফ্রেম বেঁছে নিন। ছোট আকারের এবং চারকোণা ফ্রেমের চশমা থেকে দূরে থাকুন।

এম ইউ


Back to top button