‘দায়মুক্তি’র পর আর দেখা যায়নি সুস্মিকে
ঢাকা, ১৭ মে – ২০১৮ সালে ‘আসমানি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন সুস্মি রহমান। এরপর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এরপর লম্বা বিরতি নিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কমল সরকার পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
তবে দীর্ঘ ৬ বছর পর ছোটপর্দায় ফিরলেন সুস্মি। আসন্ন ঈদুল আজহার জন্য দীপু হাজরার ‘ভাই ভীষণ পাওয়ারফুল’ এবং রাকিবুল হাসানের ‘বড় ভাইয়ের বিয়ে’ নাটক দুটিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি নাটকের কাজ হাতে রয়েছে বলে জানান তিনি।
নাটকে ফেরা প্রসঙ্গে সুস্মি বলেন, ‘সিনেমার ব্যস্ততার কারণে এতো দিন নাটকে কাজ করা হয়নি। তবে অনেক আগেই নাটকে ফিরতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। এই নাটকের গল্প ও আমার চরিত্র চমৎকার। অবশেষে ভালো দুটি কাজ দিয়ে ফিরলাম। আশা করি, নাটক দুটি দর্শকদের ভালো লাগবে। এখন থেকে নাটক, সিনেমা ও বিজ্ঞাপন সবখানে নিয়মিত কাজ করবো।’
এম এস, ১৭ মে