জাতীয়

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আপিলে জামিন পেলেন আশীষ রায়

ঢাকা, ১৩ নভেম্বর – ২৫ বছর আগের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আশিষ রায় চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ তাকে জামিন দেন। একই সঙ্গে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।

এর আগে, এই হত্যা মামলায় আশিষ রায় চৌধুরী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করেছিল।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। এই মামলায় ১৯৯৯ সালের ৩০ জুলাই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩


Back to top button