খাগড়াছড়ি

খাগড়াছড়ি পৌর শহরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর – খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯ পর্যন্ত শহর ও পৌরশহরে এটি জারি থাকবে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে বুধবার সকালে গণপিটুনিতে মামুন নামের এক যুবক নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলের বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বের হলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৬০টি দোকানপাট ও বসতঘর।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য