লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত ৭, ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি স্থাপনা
ওয়াশিংটন, ১০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এখনো থামেনি দাবানল।পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের সাহায্য চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রোম ও ভ্যাটিকান সফরও বাতিল করেছেন তিনি।
গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।
দাবানলের কারণে এনএফএলের ম্যাচ লস অ্যাঞ্জেলেস থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন সেই ম্যাচ অ্যারিজোনাতে হবে। সোমবার রাতে গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দাবানল তার কাছাকাছি পৌঁছে গেছে। তাই মানুষের সুরক্ষার কথা ভেবে ম্যাচ সরিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি। তিনি জানিয়েছেন, জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে, যাতে তারা দাবানলের মোকিবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।
বাইডেন হোয়াইট হাউসে প্রশাসকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিলেন। তারপর তিনি জানান, সবচেয়ে ভয়ংকর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। তিনি জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় ক্যালিফোর্নিয়াকে যাতে বিশেষ সাহায্য দেওয়া যায়, সেজন্য তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে বিশেষ আবেদন জানাচ্ছেন। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কংগ্রেসকেও অনুরোধ করেছেন তিনি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ জানুয়ারি ২০২৫