টলিউড

সমাজের চোখ রাঙানিতে কিছু আসে-যায় না

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি – নিজের তিন-চারটা বিয়ে নিয়ে সমাজের চোখ রাঙানিতে কিছু যায় আসে না বলে জানালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ব্যক্তিগত জীবন গোছানোর কথা ভাবছেন কি না, জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘আপাতত সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।’

প্রেম তো করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেমে তো থাকিই, কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু আসে-যায় না।’

নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ছেলে ঝিনুকের প্রেম নিয়েও কথা বলেন শ্রাবন্তী। ঝিনুক তো প্রেম করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। ওরা তো সেট্‌ল করবে। ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী (ঝিনুকের প্রেমিকা)। ও (দামিনী) আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।’

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। তাদের ছেলে ঝিনুক। ২০১৬ সালে বিচ্ছেদ হয় রাজীব-শ্রাবন্তীর। এরপর ওই বছরই কৃষাণ রাজ নামের একজনকে বিয়ে করেন। এক বছর পর অর্থাৎ ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর রোশান সিং নামের একজনকে বিয়ে করেন শ্রাবন্তী।

আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য