গোপালগঞ্জ

টুঙ্গীপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

গোপালগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচীর আওতায় বিশেষ বরাদ্দের ২৬টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে পিআইও মো. আরিফুল ইসলাম, প্রকল্পের সিপিসি ডুমুরিয়া ইউপি-চেয়ারম্যান মো আলী আহম্মেদ শেখ ও ইউপি-সদস্য কবির তালুকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক গোপালগঞ্জ এর উপসহকারী পরিচালক মো. আল আমিন হোসেন এ মামলাটি দায়ের করেছেন।

দুদক গোপালগঞ্জের প্রেসনোট সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদক গোপালগঞ্জ এর একটি দল সরেজমিন তদন্তসহ রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এরমধ্যে একটি কাজ হল, ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চর-গোপালপুর অবদা রাস্তা হতে পাতিলঝাপা অনন্ত বৈদ্যের বাড়ি হয়ে ভেন্নাবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিংকরণ এবং অপরটি হল, ৪৭ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে পাকুরতিয়া পান্না শেখের বাড়ি হতে ছোট ডুমুরিয়া দেবেন মণ্ডলের বাড়ি পর্যন্ত এইচবিবি মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিংকরণ।

দুদক প্রেসনোটে আরও জানানো হয়েছে, কাজ দু’টি শ্রমিক দ্বারা করানো হয়েছে মর্মে মাষ্টাররোলে দেখানো হলেও বস্তুত নীতিমালা বহির্ভূতভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ওই কাজ করা হয়েছে। ফলে তা মানুষের চলাচলের উপযোগী হয়নি এবং কর্মসূচীর উদ্দেশ্যগুলি ব্যাহত হয়েছে। ড্রেজার দিয়ে কাজ করায় দূর থেকে শ্রমিক দিয়ে মাটি আনার খরচ লাগেনি; অথচ উক্ত খাতে বিল বাবদ অর্থ উত্তোলন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত লিড, ম্যানুয়েল কম্পেকশন, লেভেলিং, ড্রেসিং, ক্যাম্বারিং, পার্শ্ব-ঢাল ঠিককরণ, শক্ত কাদা ও বালি-মাটির জন্য অতিরিক্ত ব্যয় বাবদ বিল উত্তোলন করা হলেও রাস্তায় উক্ত কাজসমূহ করার তথ্য পাওয়া যায়নি। একটি প্রকল্পের ৫০ লাখ টাকার প্যালাসাইডিং কাজ সম্পূর্ণ না করায় ব্যাংক-চালানের মাধ্যমে ৩৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হলেও প্রকল্প বাস্তবায়নকারী আসামীগণ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে ভুয়া মাস্টাররোল তৈরি করে ক্ষমতার অপব্যবহার করে অর্থ উত্তোলন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী পিআইওসহ ওই দুই সিপিসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য