আফ্রিকা

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

তিউনিস, ২১ মার্চ – দুই বছরের মধ্যে তিনজন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। সর্বশেষ প্রধানমন্ত্রী কামেল মাদৌরিকে নিয়োগের এক বছরেরও কম সময়ের বরখাস্ত করলেন তিনি। এতে দেশটির রাজনৈতিক সংকট তীব্র হয়েছে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার রাতে কাইস সাঈদ এক ঘোষণায় কামেল মাদৌরির পরিবর্তে সারা জাফারানিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। জাফারানি ২০২১ সাল থেকে দেশটির সরঞ্জাম ও আবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পরই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে লড়তে থাকেন প্রেসিডেন্ট কাইস। সেবার ভোটে মানুষ তেমন অংশ নেয়নি। এরপর থেকেই বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ীদের ওপর নিপীড়ন শুরু করেন তিনি।

তিউনিশিয়ার যেকোনো বিচারক, মন্ত্রী বা প্রধানমন্ত্রী বরখাস্ত করার এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ বেশ কয়েকটজন মন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন। তিনি মনে করেন, অনেক মন্ত্রীই যথাযথ যোগ্যতা অর্জনে অক্ষম এবং জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ। গত মাসেও তিনি দেশটির অর্থমন্ত্রী সিহেম বৌঘদিরিকে অপসারণ করেছেন।

বৃহস্পতিবার নিয়োগের পর নতুন প্রধানমন্ত্রীকে এক ফেসবুকবার্তায় প্রেসিডেন্ট সাঈদ বলেন, সরকারকে সহায়তায় ভূমিকা রাখুন এবং তিউনিশিয়ার জনগণের আশা পূরণে সকল বাধা দূর করুন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২১ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য