সিলেট

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আখতার আটক

সিলেট, ২৩ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার আউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আক্তার হোসেন জালালাবাদ থানার আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে। মামলায় ৩ নম্বর আসামি তিনি।

জানা গেছে, শনিবার (২২ মার্চ) বিকেলে নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা এনসিপির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহবুব রহমান শান্তর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন  বলেন, এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৩ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য