জাতীয়

স্বস্তির এবং মুক্ত বাতাসে পালিত হচ্ছে এবারের ঈদ

ঢাকা, ৩১ মার্চ – এবারের ঈদ স্বস্তির এবং মুক্ত বাতাসে পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) দুপুরে দলের নেতা-কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত ১৫ বছর গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি। সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় সে কামনা করি।’

অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যাতে রাখতে পারে এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পালন করবে বলেও আশা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অন্যবারের চেয়ে এবারের ঈদের অনেক পার্থক্য আছে। এবারের ঈদ স্বস্তির এবং মুক্ত বাতাসে পালিত হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য