জাতীয়

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা

ঢাকা, ১১ এপিল – ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে একাত্মতা ঘোষণা করে ‘রাইড ফর প্যালেস্টাইন’ স্লোগানে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি মোটরসাইকেল, স্কুটি, বাইসাইকেল ও গাড়ি র‌্যালি হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও ধানমন্ডি ৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ এসে র‌্যালিটি শেষ হয়।

র‍্যালিটি শুরুতে চারটি ডেজিগনেটেড এরিয়ায় প্রথমে সাইকেল, তার পেছনে স্কুটার, মোটরবাইক, গাড়ি ও সবশেষে মোটরসাইকেল ছিল। খুবই ধীরগতিতে মিছিলটি করা হয়।

মিছিলে অংশ নেওয়া রাইডাররা জানান, রাইড ফর প্যালেস্টাইন মানবতার জন্য আজকে এক হওয়া। ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য র‌্যালিটি করা হচ্ছে। জাতি, ধর্ম, শ্রেণী নির্বিশেষে আমরা যারা সাইক্লিং, মোটর সাইক্লিং, স্কুটার বা গাড়ি চালাই তাদের সবাই এক হওয়াই মূল উদ্দেশ।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১১ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য