জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
ঢাকা, ১৫ এপিল – জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলামের ইউনিয়ন ব্যাংক পিএলসি-তে থাকা শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এই আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক সচিব খাইরুল ইসলামের বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একাত্ম সচিব-১ হিসেবে পদপদবি ও প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুযায়ী, গৃহঋণের সীমা একজন গ্রাহকের জন্য এক কোটি টাকা। অথচ খাইরুল ইসলাম তার ‘নাবালক’ সন্তান রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের নামে চার কোটি টাকা ঋণ গ্রহণ করেন—দুইজনের নামে দুই কোটি করে।
এমন প্রেক্ষাপটে, মোরসালিন ইসলামের ইউনিয়ন ব্যাংকের শেয়ার অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ এপিল ২০২৫