জাতীয়
ডিএমপির সাবেক ডিসি তানভীর সাময়িক বরখাস্ত
ঢাকা, ২৪ এপ্রিল – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিউমার্কেট থানার মামলায় গত ১২ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. তানভীর সালেহীন ইমনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১২/০২/২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রাজশাহী রেঞ্জের কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ এপ্রিল ২০২৫