ক্রিকেট

আজ বিকেলে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি

ঢাকা, ২৭ এপ্রিল – গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট পাড়ায়। এর মাঝেই জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় অনলাইনে (জুম) মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সকল পরিচালকদের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

এর আগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত শুক্রবার ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে হৃদয়ের নিষেধাজ্ঞা আগামী বছর থেকে শুরু হবে বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে চলছে না সমালোচনা।

এদিকে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তর নিয়ে দেশের ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একক সিদ্ধান্তে টাকা সরানোর অভিযোগ উঠে আসার পর বিতর্ক আরও তীব্র ভাবে দেখা দিয়েছে।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক। আরো অভিযোগ আনা হয় বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরিয়েছেন সভাপতি। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি।

তবে বিসিবির এই ব্যাখ্যা নিয়েও চলছে নানা আলোচনা। তাই আজকে বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। এ ছাড়াও ডিপিএলেরও নানা ইস্যু ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নিয়ে আলোচনা করা হবে এই সভায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ এপ্রিল ২০২৫

 


Back to top button