জাতীয়

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই

ঢাকা, ২৭ এপ্রিল – ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সবাইকে যে একমত হতে হবে। এটা যারা চিন্তা করেছে, এটা বাকশালী চিন্তা।

যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ ভিন্ন ভিন্ন দলেন ভিন্ন দর্শন, চিন্তা, ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কারের সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।

সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না? এটাই প্রশ্ন।’

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৭ এপ্রিল ২০২৫


Back to top button