কুমিল্লা

কু‌মিল্লা-‌সি‌লেট মহাসড়‌কে গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা, ২৯ এপ্রিল – কু‌মিল্লার দেবিদ্বারে গাছবোঝাই ট্রাক উল্টে কু‌মিল্লা-‌সি‌লেট মহাসড়‌কে ১০ কি‌লো‌মিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর ট্রাকটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় গাছ বোঝাই ট্রাকটি উল্টে যায়। বেলা ১১টার দিকে রেকার দিয়ে ট্রাকটি সরানো হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর একটি গাছবোঝাই ট্রাক মহাসড়‌কে উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় চার ঘণ্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মিরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় ভোরে একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যাওয়ার খবর পেলে সেখানে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। উল্টে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় ট্রাক‌টি সরা‌তে একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫


Back to top button