চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ২২
বেইজিং, ২৯ এপ্রিল – উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা জায়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে একটি বড় শিক্ষা বলে অভিহিত করেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের দ্রুত আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগুনের সূত্রপাত কী তা নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি।
সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াওয়ং শহরের একটি আবাসিক এলাকার রেস্তোরাঁয় আগুন লাগে। এতে তিনজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ছে।
প্রাদেশিক শাসক দলের কমিটির সচিব হাও পেং বলেছেন, ২২টি দমকলের গাড়ি এবং ৮৫ জন দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হাও জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে ও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এপ্রিল মাসে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমের অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হন।
গত বছরের মার্চ মাসে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৬ জন আহত হন। সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেন প্রদেশের একটি উঁচু ভবনে বিস্ফোরণে একজন নিহত হন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ এপ্রিল ২০২৫