মাটিরাঙ্গায় চোরাই শাড়িসহ দুই ছাত্রলীগ নেতা আটক
খাগড়াছড়ি, ১৭ অক্টোবর- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারত থেকে পাচার করে আনা ১৪৬ পিস শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতারা হলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল।
আরও পড়ুন: ইয়াবাসহ ধরা কর্ণফুলী গ্যাসের সাবেক সিবিএ নেতা
জানা গেছে, মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘরে বিক্রির করার জন্য ভারত থেকে পাচার করে আনা শাড়ি মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ১৪৬ পিস চোরাই শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলানিউজ
এম এন / ১৭ অক্টোবর