গায়ের রঙ চাপা ? জেনে নিন সঠিক মেক আপ পদ্ধতি
কে বলেছে ফর্সা হলেই আপনি সুন্দরী? জানেনই তো কালো জগতের আলো! তাই ফর্সা হওয়ার জিনিসপত্র না কিনে‚ আপনার স্কিন টোন অনুযায়ী সঠিক মেক আপ ব্যবহার করুন | আজকে রইলো আপনাদের জন্য কিছু ফ্যাব মেক আপ টিপস যা আপনাকে আরো মোহময়ী এবং আকর্ষণীয়া করে তুলবে |
হাল্কা রঙের ফাউন্ডেশন বা বেস মেক আপ লাগাবেন না : হ্যাঁ‚ আমরা জানি সঠিক ফাউন্ডেশন লাগালে ফ্ল্যলেস লুক আনে | কিন্তু হাল্কা রঙের ফাউন্ডেশন লাগালে আপনাকে মোটেই ভালো লাগবে না | উল্টে আরো বয়স্ক এবং মুখটা ছাই ছাই লাগবে | ফাউন্ডেশন বা কনসিলার কেনার সময় তাই সব সময় খেয়াল রাখবেন তা যেন আপনার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে | আর হাতে লাগিয়ে না দেখে কপালে বা গালে লাগিয়ে দেখে নিন |
আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন | আর যদি ড্রাই স্কিন হয় তাহলে ক্রিম যুক্ত ফাউন্ডেশন ব্যবহার করুন |
এরপর যদি কম্প্যাক্ট পাউডার লাগান তাহলে তাও যেন আপনার স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে | তবে বাড়ি থেকে বেরোনোর আগে খেয়াল রাখবেন মুখ যেন ছাই ছাই না লাগে |
সঠিক ব্লাশ ব্যবহার করুন : যাদের গায়ের রঙ গাঢ় তারা গালের রং কেনার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবেন | যেমন উজ্জব্ল গোলাপি বা মভ আপনার জন্য নয় | তার বদলে গাঢ় গোলাপি‚ ডার্ক পিচ‚ওয়াইন বা ব্রাউন কালারের মধ্যে থেকে বেছে নিন |
অ্যাড সাম ড্রামা টু ইওর আইজ : জানন কী যাদের গায়ের রঙ কালোর দিকে তাদের স্মোকি আইজ করলে দারুণ লাগে | তবে একটা জিনিস মাথায় রাখুন আই শ্যাডো একটা হাল্ক শেড আর একটা গাঢ় শেড একই রঙের ফ্যামিলি থেকে যেন হয় |
চোখ নিয়ে এক্সিপেরিমেন্ট করতে চাইলে ভায়োলেট‚ সবুজ‚ সোনালী আর নীল রং ব্যবহার করতে পারেন | মেটালিক শেড ও আপনার গায়ের রঙের সঙ্গে খুব ভালো যাবে |
ব্রো পাওয়ার : একটু মোটা ডিফাইন্ড ভ্রু রাখার চেষ্টা করুন কৃষ্ণাঙ্গী মহিলারা | পার্টি বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে মেক আপ শেষে আরো অনেক ড্রামাটিক এবং ডিফাইন্ড লুক আনতে একটু সাদা রঙের আই শ্যাডো ভ্রুর তলায় লাগিয়ে নিন |
লাল লিপস্টিক লাগান : বিশ্বাস করুন লাল রঙের লিপস্টিক আপনাদের জন্যেই বানানো হতো | এই রঙের লিপস্টিকে আপনাকে সব থেকে আকর্ষক লাগে | কারণ এই রঙ লাগালে মুখের অন্য অংশ pale দেখাবে না | অরেঞ্জি রেড হোক বা ব্রিক রেড যে কোন লালেই আপনি ভালো দেখাবেন | এছাড়াও কোরাল‚ নুড বা হাল্কা খয়েরী রঙের লিপস্টিকও ভালো মানাবে | শুধুমাত্র ক্লিয়ার লিপ গ্লস ও ব্যবহার করতে পারেন |
এস সি